Vision, Mission, Values

VISION

A society where everyone, is educated, self-reliant, equal in justice, healthy, secure and, lives in peace with dignity.

এমন একটি সমাজ বিনির্মাণ করা, যেখানে প্রত্যেকে সুশিক্ষিত, স্বনির্ভর, ন্যায়বিচারে সমান, সুস্বাস্থ্যের অধিকারী, সুরক্ষিত এবং মর্যাদাপূর্ণভাবে শান্তিতে বসবাস করবেন।

MISSION

The mission of ZKS is to work with the poor and disadvantaged sections (including youth, women and person with disabilities), and key service delivery institutions and policy makers for achieving quality education and learnings opportunities, and good health and wellbeing for all people of Chittagong Hill Tracts, and building the capacities of the communities for adaptation and mitigation of the climate change.

পার্বত্য চট্টগ্রামের সকল মানুষের জন্য মানসম্মত শিক্ষা অর্জন, শিক্ষার সুযোগ সৃষ্টি এবং সুস্বাস্থ্য নিশ্চিতকরণ ও কল্যাণ সাধনের লক্ষ্যে সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত অংশ (যুব, মহিলা ও প্রতিবন্ধীসহ), এবং সেবা দানকারী সংস্থা এবং নীতি নির্ধারকদের সাথে কাজ করা এবং জলবায়ু পরিবর্তনকে অভিযোজন ও প্রশমিত করার জন্য জনগণের সক্ষমতা বৃদ্ধি করা।

CORE VALUES

The core values of ZKS:

  • Collective and dedicated
  • Open and responsible
  • Inclusive and effective
  • Creative and innovative

Comments are closed.